ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে নবাবগঞ্জে অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার উপজেলার রতনা দীঘির পাকুরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি রতনা দিঘীর পাকুরিয়া এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, এখন পর্যস্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয়নি। তবে প্রাথমিক ধারণা করছি তিনি প্রতিবন্ধী ছিলেন এবং গাড়িতে ধাক্কা লেগে তিনি মারা যেতে পারেন।
বিডি প্রতিদিন/আল আমীন