নাটোর সদরে আজ আরও দু'জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। নাটোর জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে রামেকের করোনা ইউনিটের ভাইরোলজি বিভাগ থেকে নাটোর সদরে দু'জনের করোনা পজিটিভের বিষয় জানানো হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি আক্রান্ত ব্যক্তির হোম আইসোলেশনের বিষয়টি নিশ্চিত করা এবং এছাড়া তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত