বরিশালের গৌরনদীতে একটি মামলার ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাঁজন গাজীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে গ্রেফতারকৃত সাজন বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে সাজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে গত বুধবার রাতে ওই উপজেলার তাঁরাকুপি এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ সাজনকে গ্রেফতার করে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃ সাজনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ