দেশের করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পুলিশ পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সকল কার্যক্রম অত্যন্ত আন্তরিকতার সাথে করে যাচ্ছে। বৃহস্পতিবার “ত্রিমাত্রিক-৩০ বিসিএস” এর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় সম্মুখ যোদ্ধাদের সুরক্ষা সামগ্রী হিসেবে উপহার প্রদান করা হয়।
দেশের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও উৎসাহ সৃষ্টির জন্য কুড়িগ্রাম জেলা পুলিশকে স্মারক উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী প্রেরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনের সভাপতি মো:জাহাঙ্গীর আলম। এসব সুরক্ষা সামগ্রী পুলিশ সুপার মহিবুল ইসলাম খানকে প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে এসপি পদোন্নতি প্রাপ্ত) মো:মেনহাজুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী পেয়ে জেলা পুলিশের পক্ষ থেকে “ত্রিমাত্রিক-৩০ বিসিএস”কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ