কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ভোরে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতি বৈদ্যুতিক তারের সংযোগ লাইনের স্পর্শে গিয়ে মারা গেছে।
এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে হাতির শুঁড় আটকে যায়। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে ভোরবেলা এসে তারা এ দৃশ্য দেখতে পায়।
ভোর হতে শত শত নারী-পুরুষ হাতিটি দেখার জন্য ভিড় জমায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন