মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা। ছেলেকে কোনভাবেই থামানো যাচ্ছিল না। মাদকের টাকা না পেলেই অত্যাচার করতো বাবা-মা'র সাথে। অবশেষে বাধ্য হয়ে প্রতিকার চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
নির্বাহী কর্মকর্তা মা-বাবার আকুতি শুনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানে বের হয়ে নেশাগ্রস্ত ছেলেকে ধরে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুসারে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। ছেলে গ্রেফতার হওয়ার সময় সাথে গাঁজা পাওয়া যায়।
এদিকে ছেলেকে যখন পুলিশ নিয়ে যায় তখন কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। আবেগ আপ্লুত মা-বাবা ছেলের উদ্দেশ্যে বলতে থাকেন, অনেক কষ্ট করে তোকে বড় করেছি। পড়াশুনা করানোর চেষ্টা করেছি। নেশা না করতে পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু থামাতে পারিনি। তাই মা-বাবা হয়েও ছেলের বিচার চাইতে হল।
এদিকে ছেলেকে গ্রেফতারের আত্মমর্যাদার কথা ভেবে পর মা-বাবা দুজনে নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করেন তাদের (মা-বাবা) পরিচয় ও মাদকাসক্ত ছেলের ছবি প্রকাশ না করতে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ছেলের নাম সৌমিক (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, ছেলে মাদকাসক্ত হলেও উনারা জন্মদাতা বাবা-মা। খারাপ লেগেছে কিন্ত আইন তো আবেগ মানে না। ছেলের মায়ের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল মাদকাসক্ত সন্তানের এখান থেকে শিক্ষা নেওয়া উচিৎ অসহায় বাবা-মা সন্তানের বিচার চাইতেও কত কষ্ট পায়!
বিডি প্রতিদিন/হিমেল