মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস শরীফ (৩৭) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট নামক স্থানে। নিহত ইলিয়াস শরীফ উপজেলা শংকরদীরপাড় গ্রামের আব্দুল হাই শরীফের ছেলে এবং টেকেরহাট মার্কাজ মসজিদের মুয়াজ্জিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে ফেরার পথে টেকেরহাটে এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় ইলিয়াস শরীফ। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। রাজৈর থানার ওসি শওকত জাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার