করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনা (রেড জোন) করে আজ থেকে ফেনীর পৌর এলাকাসহ ৩টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। শুক্রবার সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনীসহ তিনটি পৌরসভা ও ৩টি ইউনিয়নে সড়কে ব্যারিকেড দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে লকডাউনে বাধ্য করছে প্রশাসন। এ কাজে সহযোগীতা করছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
এরআগে গত বুধবার প্রশাসনকে লকডাউন প্রস্তাবনা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। পরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরামর্শে, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, র্যাব, পুলিশ পৌর কতৃপক্ষ জরুরী বৈঠকে করে শুক্রবার থেকে লকডাউন বাস্তবায়ন এর উদ্যোগ নেয়। এসময় সিদ্ধান্ত হয় শুক্রবার সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনী শহরে লকডাউন বলবত থাকবে। অন্যান্য পৌরসভা ও ইউনিয়নে লকডাউন বলবত থাকবে।
লকডাউন চলা অবস্থায় ফেনী শহরে সাপ্তাহে সোম ও বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিত্যপণ্য দোকান খোলা রাখা যাবে। আর সবজি, মাছসহ কাচাঁবাজার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি ২৪ ঘন্টা খোলা থাকবে ওষুধ দোকান।
সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, অত্যাধিক ঝুঁকি বিবেচনায় ফেনী পৌরসভা, ছাগলনাইয়া পৌরসভা, দাগনভূঞা পৌরসভা ও ইয়াকুবপুর, পূর্বচন্দ্রপুর, রাজাপুর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার