মেহেরেপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজারের পরিচ্ছন্নকর্মী সুন্দরী বেগম হত্যার রহস্য উম্মেচন করেছে ডিবি পুলিশ। জমি বিক্রির টাকা ও পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করেছে স্বামী রুস্তম আলীর ভাতিজা জামিরুল। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী সুন্দরি হত্যার রহস্য উম্মেচনের বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, মামলার তদন্তকারী আফিসার মেহেরপুর ডিবি পুলিশের ওসি মো. জুলফিকার আলী প্রযুক্তি ব্যাবহার করে সুন্দরী হত্যার রহস্য উদঘাটন করেছে। হত্যার সাথে জড়িত সুন্দরী বেগমের স্বামী রুস্তমের ভাতিজা জামিরুলকে আটক করেছে। জামিরুল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ হত্যার সাথে আরও একজন জড়িত আছে বলে তিনি জানান। তবে মামলার তদন্তের কারণে এ মূহুর্তে প্রকাশ করা সম্ভাব নয়। তিনি আরো বলেন, স্বামী স্বামী রুস্তম আলীর শারিরীক অবস্থা ভালো না হওয়ায় তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার