ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫টি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সমগ্র পৌর এলাকায় শুক্রবার সকাল থেকে ২০ জুন পর্যন্ত জরুরি সেবা সার্ভিসের পরিবহন ব্যতিত অন্যসব যানবাহন ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি এনিয়ে জরুরি সভা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সভায় সভাপতিত্ব করেন।
লকডাউন ঘোষিত এলাকাগুলো হচ্ছে কলেজপাড়া, টিএন্ডটি পাড়া, পশ্চিমপাড়া, হাসপাতাল পাড়া ও ভোলাচং। এসব এলাকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং সমগ্র পৌর এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সভায় এসব এলাকাকে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নবীনগর উপজেলাতে আক্রান্তের হার বেশি। এ পর্যন্ত ৯৫ জন আক্রান্ত হয়েছেন ওই উপজেলায়। তাদের মধ্যে পৌর এলাকাতেই আক্রান্ত ৫৫ জন। উপজেলায় মারা গেছেন ২ জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৯৫ জনের ফলাফল পজেটিভ এসেছে। তাদের মধ্যে ৫৫ জনই পৌর এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেছেন, লকডাউন এলাকায় প্রশাসনের কড়া নজরদারি থাকবে। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। মাস্ক না পরলে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হলে জরিমানা করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন