দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলের মঙ্গলপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লেগে হাবিপ্রবির শিক্ষার্থী তাহিরা ফাইয়াজ মৌ মোটরসাইকেল থেকে ছিটকে অপর এক ট্রাকের নিচে পরে নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মৃতের খালাতো ভাই আহত হয়।
এদিকে, হাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।
নিহত তাহিরা ফাইয়াজ মৌ (১৮) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরশহরের সুবিদহাট (ফায়ারসার্ভিস) এলাকার মৃত মমিনুল ইসলাম মমিনের কন্যা।
শুক্রবার দুপুরে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলের মঙ্গলপুর ইউপি'র রঘুনাথপুর চেয়ারম্যান রোডে এ দুর্ঘটনাটি ঘটেছে।
হাবিপ্রবির শিক্ষার্থীরা জানায়, শুক্রবার সকাল ৯টায় তাহিরা ফাইয়াজ মৌ সেতাবগঞ্জ বাসা থেকে তার খালাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে আসে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে থাকতেন। মেস থেকে প্রয়োজনীয় বই এবং জিনিসপত্র নিয়ে ওই মোটরবাইকে করে বাসায় ফেরার পথে বিরলের মঙ্গলপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মৌ ছিটকে অপর একটি ট্রাকের নিচে পরে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাহিরা ফাইয়াস মৌকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মেডিকেল এর মর্গে আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার