মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিক্রয়ের জন্য রাখা ৬ লক্ষ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাত থেকে পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন বাসা বাড়িতে কারেন্টজাল উদ্ধার অভিযান চালায় ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক এর নেতৃত্বে একটি টিম। এসময় তারা এলাকার বিভিন্ন বাসা বাড়িতে তল্লাসি চালিয়ে ৯ বস্তা তৈরি কারেন্টজাল উদ্ধার করে।
উদ্ধারকৃত কারেন্টজালগুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯৮ লক্ষ টাকা। এ ঘটনায় জড়িত ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেন রতন মিয়া (৩৫), মো: রানা মিয়া (৩৩) এবং সজীব (৩২) । উদ্ধার অভিযান পরিচালনা করার সময় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া কারেন্টজালগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, এই কারেন্টজালগুলো বিক্রয় করার উদ্দেশ্যে বাসাবাড়িতে রাখা হয়েছিলো। অভিযানকালে এ ঘটনার সাথে জড়িত ৩ জন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং আমাদের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ