জমির মালিকানা বিরোধে দু'পক্ষের সংঘর্ষে লাঠি পেটায় দিনাজপুরের খানসামায় সাফিয়ার রহমান আমিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার এক ছেলে, দুই ভাতিজাসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজার এলাকায় ১০ শতাংশ জমির মালিকানা বিরোধের জেরে দুপক্ষের মধ্যে এ লাঠালাঠির ঘটনা ঘটে। আটককৃতরা হলো- দুহশুহ গ্রামের চেহেলগাজী বাজার এলাকার ফজলুর রহমান (৬০), তার ছেলে আশরাফুল আলম (২৬), স্ত্রী রাহেনা খাতুন (৪৫), মেয়ে ফাহিমা জান্নাত (২৩) ও আফজাল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন (৪৫)।
খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার