ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামে মাদক আসক্ত বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। নিহত ছোট ভাইয়ের নাম তানজির (১২)। ঘাতক বড় ভাইয়ের নাম নামজুল (১৯)। তাদের বাবার নাম মো: আহিদ মোল্যা। নিহত তানজির বাগাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছোট ভাই তানজিরকে তার বড় ভাই নাজমুল ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে সকাল সোয়া ৯টার দিকে নিয়ে আসে। পরবর্তীতে সকাল ১০ টার দিকে একটি মাঠের মধ্যে ছোট ভাইকে গলা টিপে হত্যা। পরে বাড়িতে এসে মায়ের কাছে ছোট ভাইকে হত্যার কথা বলে। বাড়ির লোকজন মাঠের মধ্য থেকে তানজিরকে উদ্ধার করে বাগাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
গ্রামবাসী নাজমুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মতিয়ার রহমান খান হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।
মধুখালী থানার উপপরিদর্শক আশুতোষ কুমার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। ঘাতক নাজমুলকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার