সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বজ্রপাতে সজিব হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। সজিব হোসেন উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। সজিব পানি কাউরিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, সজিব হোসেন থাকতো পানি কাউরিয়া গ্রামে তার নানা ছলেমান গাজীর বাড়িতে। সে সেখান থেকে পড়াশুনা করতো। শুক্রবার সকালে সজিব তার তিন মামাকে সাথে নিয়ে পানি কাউরিয়া মাঠে যায়। মাঠ থেকে তিল নিয়ে সেসহ তার তিন মামার সাথে বাড়িতে আসার পথে হঠাৎ বজ্রপাত হয়।
তিনি আরও জানান, এতে সজিব হোসেন গুরুতর আহত হন। সাথে সাথে কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু সাথে থাকা তার তিন মামার কোনও ক্ষতি হয়নি। সজিব হোসেনের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ