বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামে করোনার ভয়ে স্বামীকে রেখে বাবার বাড়ি চলে যাওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ খবর পেয়ে পেয়ারা গাছ থেকে আল আমিন (২৪) নামের যুবকটির মৃতদেহ উদ্বার করে।
আল আমিনের বোন রুমা আক্তার জানায়,আল আমিন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। কয়েক মাস পূর্বে প্রেম করে বিয়ে করে স্ত্রীকে নিয়ে করোনা সংক্রমণ শুরুর প্রথম পর্যায়ে বাড়ি আসে। এক মাস পূর্বে স্ত্রী বাবার বাড়ি রংপুর চলে যাবার পর থেকে উদাসিন হয়ে পরে। আল আমিনের পরিবার জানায়, স্ত্রী চলে যাবার পর খাওয়া দাওয়াও ঠিক মতো করতো না। বুধবার বাড়ি থেকে বের হবার আর বাড়ি ফিরে না আসায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি।
শুক্রবার প্রতিবেশী একজন গরু আনতে গিয়ে পেয়ারা গাছের সাথে আল আমিনের মৃতদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে লোকজন জড়ো হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার