সেলুন ব্যবসায়ী রঞ্জন কুমার শীল (৬০)। মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার (১০ জুন) রাতে তিনি মারা যান।
এছাড়াও সদর উপজেলার মস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি গত মঙ্গলবার (৯ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। আজ শুক্রবার বিকালে জানা গেল তারা দুজন করোনা পজেটিভ ছিলেন। এই দুজনেই মৃত্যুর আগে স্বাভাবিকভাবেই ব্যবসা বানিজ্য ও দৈনন্দিন কাজ কর্ম করেছেন। এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার প্রাপ্ত রিপোর্ট ২৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১২জন, রাজৈরে ৭জন ও শিবচরে ৪জন। আক্রান্তদের মধ্যে সদরের দুই জন করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার ও বুধবার মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৩ জনে।
আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে এনসিসি ব্যাংকের দুই কর্মকর্তা, এক পুলিশ সদস্য ও ব্যবসায়ী রয়েছে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২৯৩ জনের মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, শিবচর উপজেলায় ৪৮ জন, রাজৈর উপজেলায় ৮৯ জন এবং কালকিনি উপজেলায় ৬০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন । এ পর্যন্ত জেলা থেকে ঢাকায় নমুনা প্রেরণ করা হয়েছে ৩ হাজার ৭৫৫ জনের। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ২১৩ জনের।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, মাদারীপুর পৌর এলাকার সেলুন ব্যবসায়ী রঞ্জন কুমার শীল (৬০) নামে এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তার করোনা পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, এছাড়াও সদর উপজেলার মস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি গত মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। ইদ্রিস হাওলাদারের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। রঞ্জন শীলের কাছে যারা চুল দাড়ি কাটিয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন পালন করার অনুরোধ করেন ডা. অখিল সরকার।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ