পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে স্থানীয় রেলবাজারস্থ অফিসে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জেলা পরিষদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী তিস্তা ক্যাবেল নেটওয়ার্কের পরিচালক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কোন কারণ ছাড়াই গত ২ জুন রাত আনুমানিক ১০টায় জেলা শহরের একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সাপ্টানা বাজারস্থ বাস ভবনের বাইরে অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এঘটনায় লালমনিরহাট সদর থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয় (গত ২-৬-২০ইং তারিখে)।
জানা গেছে, ওই বাড়িতে তার পিতা, মেসার্স হক অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক ও তার ভাই লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম সকলে মিলে স্ব-পরিবারে বসবাস করেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করে জানান দায়ীদের আইনের আওতায় আনা হোক ।
সংবাদ সম্মেলনে উপস্থিত লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক বলেন, পরিচ্ছন্ন রাজনীতি করাই তার ও তার পরিবারের সদস্যদের অপরাধ। তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই শহরের চিহ্নিত সন্ত্রাসীরা প্রতিনিয়ত পা বাড়িয়ে ঝগড়াবিবাদ সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন জেলার এই প্রবীণ রাজনীতিবিদ।
বিডি-প্রতিদিন/শফিক