দিনাজপুরের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
বিরলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিতা আক্তার (৭) ও মারিয়া সুলতানার (৯) মৃত্যু হয়।
অপরদিকে, হাকিমপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হুমাইরা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হিমু (৪) নামের আরেক শিশুকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত তিন শিশু হলো- মমিতা আক্তার (৭) বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের মিজানুর রহমান মিজুর কন্যা এবং মারিয়া সুলতানা(৯) একই ইউপি’র রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের কন্যা। অপরদিকে, হুমাইরা (৬) হাকিমপুর উপজেলার কাদিপুর গ্রামের হাবিবুরের মেয়ে।
বিরলের ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী ভান্ডারা ইউপির ভান্ডারা সুইহারা গ্রামের মোজাম্মেলের ছেলে আত্মীয় আব্দুল হাকিমের বাড়ির পাশে একটি পুকুরে শিশু দুইটি গোসল করতে নেমে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাঈদ জানান, সকাল ১১টা সময় পানিতে ডুবে যাওয়া দু'জন শিশুকে হাসপাতালে নিয়ে আসে তাদের পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। অন্য একজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত