নিজ হাতে করোনা রোগীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। আর ইউএইচএফপিও’ র সুপারিশে লাল পতাকা লাগিয়ে ‘বাড়ি লকডাউন’ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
রবিবার সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নের কোহিত গ্রামে এ কাজ করা হয়েছে।
তাড়াশ সদর ইউনিয়ন চেয়ারম্যান বাবুল শেখ বলেন, কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত কোহিত গ্রামের শাহিনুর ইসলাম শাহিন নিয়মিত তার ক্লিনিকে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। কিন্ত কয়েকদিন পূর্বে তার জ্বর, সর্দি ও মাথা ব্যাথা দেখা দিলে তিনি নমুনা পাঠান। আজ দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসলে নিজ বাড়িতে আইসলোশনে যান।
খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সঙ্গে কথা বলি। তার নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী এবং আমার ব্যক্তিগত অর্থে ক্রয়কৃত খাদ্য সামগ্রীসহ করোনা পজেটিভ রোগীর বাড়িতে যাই।
তিনি আরও বলেন, এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছি, যেন কোনভাবেই ওই পরিবারটি সামাজিকভাবে হেনস্তা না করা হয়। কারণ করোনা রোগীর সংর্স্পশে কেউ না গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। সবাইকে বিষয়টি মানবিকভাবে বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত