কুমিল্লার লাকসামে স্বামী-স্ত্রীসহ আরও ৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৪০ জনে দাঁড়িয়েছে। আজ রবিবার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ ২৫ জনের নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জনের পজিটিভ এবং ২০ জনের রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে একজন নারী এবং ৪ জন পুরুষ।
তারা হলেন লাকসাম পৌরসভার সাহাপাড়া এলাকার স্বামী-স্ত্রী। এর মধ্যে স্বামীর বয়স ৪২ বছর, স্ত্রীর বয়স ৩৫ বছর। অন্য আক্রান্তদের মধ্যে ফতেপুরের ৪২ বছর বয়সী এক কারখানার কর্মচারি, সাহাপাড়া এলাকার ৪০ বছর বয়সী যুবক ও পশ্চিমগাঁওয়ের ৫৩ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিন ভূঁইয়া জানান, উপজেলায় এ পর্যন্ত ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭৬৮টি। আজ নতুন ৫ জনসহ সর্বমোট ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৬২৮টি রিপোর্ট নেগেটিভ। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে ৮১টি।
তিনি আরও জানান, এখানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়ে ওঠেছেন, তাদের মধ্যে ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আক্রান্ত সকলের নিয়মিত খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। গত তিনদিনে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার আহবান জানান।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ