দিন দিন করোনা পজেটিভ রোগী হু হু করে বেড়ে পরিস্থিতি অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছে জেলা কমিটি।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটুয়াখালী পৌর এলাকার ২, ৩, ৬, ৭ এবং ৮ নং ওয়ার্ডকে রেড জোন। ৪ এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১ ও ৯ নং ওয়ার্ডকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় করোনা প্রতিরোধ কমিটির কাছে লকডাউনের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম শিপন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় জেলায় মোট রোগীর সংখ্যা ১৮০ জন। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন। পৌরসভায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা বেশী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন