ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাতে বাকিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
আজ বেলা ১১ টায় খুন হয়ে যাওয়া বাকিয়ার শেখের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাকিয়ারের ৯ বছরের শিশু কন্যা সামিয়া। সে তার পিতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মৃত বাকিয়ার শেখের স্ত্রী নার্গিস বেগম কান্নাজড়িত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাকে যারা বিধবা করেছে, আমার ৩ কন্যা সন্তানদের এতিম করেছে সেই খুনীদের ফাঁসি চাই।
এ সময় বাকিয়ারের তিন মেয়ে সানজিদা, লামিয়া, সামিয়া কান্নায় ভেঙ্গে পড়ে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাকিয়ার শেখের চাচাতো ভাই নূরুল ইসলাম, মন্টু ফকির, সাইদুজ্জামান প্রমূখ। তারা হত্যাকারীদের জামিন বাতিল করাসহ বাকি পালাতক আসামীদের গ্রেফতারের দাবি জানায়।
উল্লেখ্য, গত ১৯ মে উপজেলার রুপাপাতে গ্রাম্য আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বাকিয়ার শেখ কে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন