নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু তোলার দুই নৌকার ঝগড়ায় অপর নৌকার শ্রমিকের বেলচার আঘাতে পানিতে পড়ে আব্দুস সালাম (২৭) নামের নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বারইপাড়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত শনিবার সকালে দুর্গাপুর পৌর শহরের খুঁজিউরা বালুঘাটে পড়ে সালাম নিখোঁজ হয়েছিলেন। তিনি কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া গ্রামের মান্নাফের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নদীতে সালামদের বালু তোলার ইঞ্জিন চালিত ড্রেজার নৌকাকে বিপরীত দিক থেকে আসা অপর একটি ড্রেজার নৌকা ধাক্কা দেয়। এতে করে সালামদের নৌকার সামনের অংশ ভেঙে যায়। পরে দুই নৌকার শ্রমিকদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে ধাক্কা দেয়া নৌকার এক শ্রমিক ভেংগে যাওয়া নৌকার শ্রমিকদের বেলচা দিয়ে আঘাত করে।
এতে তিনজনই পানিতে পড়ে গেলে দু'জন সাঁতরে পাড়ে উঠে। কিন্তু সাঁতার না জানা শ্রমিক সালাম তলিয়ে যাওয়ার খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে।
আজ লাশটি বারইপাড়া ঘাট দিয়ে ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেল এসপি মাহমুদা শারমিন নেলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা অভিযোগ দিলে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ