কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরী খাদিজার লাশ উদ্ধার করেছে রংপুর থেকে আসা ডুবুরি দল। রবিবার রাত দশটার পর ৩ সদস্যের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাজমুল হাসান জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ খাদিজার লাশ উদ্ধার করা সম্ভব না হওয়ায় রংপুরের ৩ সদস্যের ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে রাতেই স্বজনকে হস্তান্তর করা হয়। এর আগে উলিপুরের হাতিয়া ইউনিয়নের চর রামখানা গ্রামের দুই কিশোরী জান্নাতুল (১১) ও খাদিজা (১২) রবিবার দুপুরের পর ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। নদের তীব্র স্রোতে রাতে দুইজন ভেসে যাওয়ার সময় জান্নাতুলের স্বজনরা তাকে উদ্ধার করলেও খাদিজা নিখোঁজ হয়। নিখোঁজ খাদিজাকে রবিবার সন্ধ্যা পর্যন্ত তার স্বজন ও উলিপুর ফায়ার সার্ভিস সদস্যরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হয়। শেষে রংপুর থেকে ডুবুরী দল রাতে এসে কিশোরী খাদিজার লাশ উদ্ধার করে। নিহত খাদিজা হাতিয়া ইউনিয়নের চর রামখানা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার