লক্ষ্মীপুরের নবম শ্রেণির মেধাবী ছাত্রী হিরা মনি এবং নেত্রকোনার বারোহাট্টার গৃহকর্মী মারুফাকে ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ, এ্যাডভোকেট মো: ইউসুফসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার