১৫ জুন, ২০২০ ১৭:১৯

বাগেরহাটে মশক নিধনে জীবাণুনাশক স্প্রে

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে মশক নিধনে জীবাণুনাশক স্প্রে

বাগেরহাটে মশক নিধন ও ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌর সভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবাণুনাশক স্প্রে। আজ বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান এই পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।  

বাগেরহাট পৌরসভা ও আশপাশের রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক স্প্রের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফফর হোসেন,প্যনেল মেয়র শাহ নেওয়াজ মোল্লা দোলন, তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর আসমা আজাদ, শরিফা আক্তার স্বপ্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান বলেন, প্রতি ওয়ার্ডে সপ্তাহে একবার করে এ কার্যক্রম চলমান থাকবে।আমরা চাই পৌরসভা সম্পূর্ণরুপে ডেঙ্গু মুক্ত করতে। পৌরসভার সকল ওয়ার্ডের মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর