রাঙামাটি সুবলংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম, সুবলং ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি জেলা প্রশাসক ও সুবলং সেনা জোনের উদ্যোগে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ধাইমাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হয়। সামাজিক দূরুত্ব মেনে ক্ষতিগ্রস্তদের রাঙামাটি সেনা সদর জোনের পক্ষে থেকে চাল, ডাল, তেল, পিয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী এবং রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা, ১৫ কেজি চাল ও কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৭০টি দোকান ঘর। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে ফরেস্ট অফিস ও ইউনিয়ন পরিষদের তথ্য অফিস। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বিডি প্রতিদিন/হিমেল