প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই স্লোগানকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছ রোপণ করার নির্দেশে দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। নাটোরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব বৃক্ষরোপণ করলো নেতাকর্মীরা।
সোমবার বিকেলে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আহমেদ সেলিম। স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা পুরো শহরে এক হাজার ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন চারা রোপণ করবেন ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরণ স¤পাদক সৈয়দ মোর্তেজা আলী বাবলু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা পরিষদ সদস্য আন্জুয়ারা রত্না, স্বেচছাসেবক লীগ নেতা মলয় রায়, মেহেদী হোসেন শুভ, জহুরুল ইসলাম সুক্কু।
বিডি প্রতিদিন/আল আমীন