দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ সন্তানের জনক জোনাব আলী শাহ্ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউপির জোত সাতনালা গ্রামের ফুলুশাহ্পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত জোনাব আলী শাহ্ (৫৫) চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউপির জোত সাতনালা গ্রামের ফুলুশাহ্পাড়ার ফুলু শাহ্র ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধার দিকে জোনাব আলী শাহ্ তার বাড়ির টিভি নষ্ট হলে তিনি নিজেই সেটি ঠিক করতে শুরু করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ির লোকজন এ ঘটনা টের পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক জানান, তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন