বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট মোকাবিলায় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে ৩ কেজি করে বন্যা সহিষ্ণু উচ্চফলনশীল হাইব্রিড অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার ধারা মধ্য বাজারে বিনামূল্যে প্রত্যেক কৃষকের হাতে ৩ কেজি পরিমাণের এসব ধান বীজের প্যাকেট বিতরণ করা হয়।
মেসার্স শামীম স্টোরের তত্ত্বাবধানে ও বায়ার ফর বাংলাদেশ লিমিটেডের আয়োজনে তাদের উৎপাদিত অ্যারাইজ এ জেড ৭০০৬ জাতের বীজগুলো বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন বায়ার ফর বাংলাদেশ লিমিটেডের স্থানীয় পরিবেশক শামীম আহমেদ ও হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন