ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে ওমর আলী (২২) নামে একজনকে পিটিয়ে হত্যা করে চাচাতো দুই ভাই। নিহত ওমর আলী মোল্লাডাঙ্গা গ্রামের শফি উদ্দিনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও তার মা জহুরা খাতুনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জমি নিয়ে তাদের পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচাতো দুই ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীকে পিটিয়ে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাত ৮ টার দিকে সে মারা যায়।
বিডি প্রতিদিন/হিমেল