২ জুলাই, ২০২০ ১৫:৩৪

লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফাইল ছবি

করোনা সংক্রমনের কারণে বন্ধ থাকা বুড়িমারী স্থলবন্দর দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে চালু হয়েছে। এর আগে গত ১০ জুন চালু হলেও তিন ঘণ্টা পর বাংলাদেশী পন্য প্রবেশে বাঁধা দেয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা বিক্ষোভ করলে পূনরায় বন্ধ হয়ে যায়।

আজ ভারত বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে আমদানি রপ্তানি শুরু হয়। সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও নিয়ম মেনে স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া শুরু হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা সহ ভারতীয় ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর