২ জুলাই, ২০২০ ২০:৩৯

‘নমুনা পরীক্ষা বাড়াতে প্রতি জেলায় পিসিআর ল্যাব বসানোর পরিকল্পনা রয়েছে,

দিনাজপুর প্রতিনিধি

‘নমুনা পরীক্ষা বাড়াতে প্রতি জেলায় পিসিআর ল্যাব বসানোর পরিকল্পনা রয়েছে,

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেছেন, করোনা প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে। বিশেষ করে সামনে কোরবানীর হাটগুলোতে স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা হয় এজন্য প্রশাসনের কঠোর নজরদারি বাড়াতে হবে। ঈদে যারা বাড়ি আসবেন তাদের হোম কোয়ারিন্টেনে থাকতে হবে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ পরিস্থিতিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও দিনাজপুর জেলার প্রধান সমন্বয়ক মো. নুরুল ইসলাম একথা বলেন।

তিনি সচিব বলেন, আমরা বিশ্বের অন্যান্ন দেশের তুলনায় এখনও ভালো আছি। এই পরিস্থিতি সামাল দিতে সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার। পিসিআর ল্যাব সংকটের কথা বিবেচনা করে আগামীতে প্রতিটি জেলায় ল্যাব প্রতিষ্ঠা করতে সরকারের পরিকল্পনার কথা জানান সচিব। 

সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু সালেহ মো. মাহফুজুল আলম করোনা পরিস্থিতির উপর জেলার সার্বিক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শিবেস সরকার প্রমুখ।

বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর