৩ জুলাই, ২০২০ ১৭:২০

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

জামালপুরে পৃথক স্থানে বন্যার পানিতে ডুবে শিশুসহ দুইজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সকালে মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) এবং বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে পড়ে জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে দুপুরে মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুতের তার খুলতে গিয়ে এখলাছ (২৫) ও আরিফ (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কমল মিয়া বাড়ির পাশে পাট কাটতে যান। এ সময় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে কমল মিয়া নিখোঁজ হন। পরে সকাল ১০টার দিকে পাট ক্ষেতের পাশে তার মরদেহ ভেসে উঠে। অন্যদিকে একইদিন দুপুরে উপজেলার আমতলী এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুতের লাইন খুলতে গিয়ে ফকির আলীর ছেলে এখলাছ ও মৃত বদি মিয়ার ছেলে আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

অপরদিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামসেদ খন্দকার জানান, শুক্রবার সকালে বকশীগঞ্জের কাগমারীপাড়া এলাকার ইরান মিয়ার তিন বছর বয়সী শিশু জিসান বাড়ির পাশে খেলা করছিল। খেলার কোনো এক সময় সে বন্যার পানিতে পড়ে যায়। পরে শিশু জিসানের মরদেহ পানিতে ভেসে উঠে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর