চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার বাড়ি থেকে মতলব এসে সকাল ৯টার দিকে বাজারে শাহী জামে মসজিদে বিশ্রাম নেয়ার সময় মসজিদেই মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা বাদ জোহর মতলব বাজার শাহী জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা উত্তর বাইশপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম