১১ জুলাই, ২০২০ ২০:২৮

বাংলাদেশ প্রতিদিনের খবরে তিন শিশুর পাশে 'জাগো বাহে কোনঠে সবাই'

নাটোর প্রতিনিধি:

বাংলাদেশ প্রতিদিনের খবরে তিন শিশুর পাশে 'জাগো বাহে কোনঠে সবাই'

গত ২ জুলাই বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘তিন যমজ সন্তান নিয়ে সংকটে বৃষ্টি পাহান’ সংবাদে অনেকেই এগিয়ে এসেছেন। এর মধ্যে খবরটি নাটোরের সমাজসেবামূলক সংগঠন 'জাগো বাহে কোনঠে সবাই'র প্রতিষ্ঠাতা আবদুস সালামের নজরে আসে। এরপর তিনি সংগঠনের আহ্বায়ক সাহাদত হোসেনসহ কর্মীদের পাঠান একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া বৃষ্টি পাহানের বাড়িতে। তারা আব্দুস সালাম এর পক্ষ থেকে দুধ, চাল, ডাল, তেল, আলুসহ শিশুখাদ্য  তুলে দেন পরিবারটিকে। 

এসএসসি পাশ আদিবাসী মা বৃষ্টি পাহান কৃতজ্ঞতা প্রকাশ করেন।গণমাধ্যমকর্মী সাব্বির হোসেন মিতুল জানান, বাংলাদেশ প্রতিদিনের সংবাদ দেখেই জাগো বাহে কোনঠে সবাই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম তাৎক্ষণিক বৃষ্টি পাহানের বাসায় খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন । শুধু বৃষ্টি পাহানই নয় ,২৫ মার্চ প্রথম দফাতেই দুই লাখ টাকার নিত্যপণ্য কেনেন। সিদ্ধান্ত নেন দোকানের কর্মচারীদের দিয়ে এসব পণ্য কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। পরে কাজের পরিধি বাড়ায় গড়ে তোলেন সংগঠন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের সেটি পরিচালনার দায়িত্ব দেন তিনি। সংগঠনের পক্ষ থেকে চালু করেন পরিষেবা নম্বর। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর