চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অতি বৃষ্টিতে মাটির ঘর ধসে পড়লে ঘরের নিচে চাপা পড়ে জোহরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত জোহরা বেগম হচ্ছেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মৃত কালু শেখের স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৬টার দিকে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মন্ডল জানান, রবিবার রাতে জোহরা নাতিকে নিয়ে ঘুমাতে যায়। এদিকে অতি বৃষ্টির ফলে আজ সোমবার সকাল ৬ টার দিকে তার মাটির ঘর ধসে তাদের উপর পড়ে। এসময় বৃদ্ধা জোহরা বেগম ঘটনাস্থলে মারা যান। তবে তার নাতি বেঁচে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার