ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গায় মর্নিংবাড নামে একটি লঞ্চ চাপা দিয়ে ৩২ যাত্রী হত্যার দায়ে অভিযুক্ত এমভি ময়ুর-২ লঞ্চের পলাতক সুকানী মো. নাসির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৮। বুধবার ভোররাতে বাগেরহাট নদী বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাসির মৃধা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত নাসির মৃধা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্ঘটনার সময় এমভি ময়ূর-২ লঞ্চে মাস্টারের সহযোগী (সুকানী) হিসেবে কর্মরত থাকার কথা স্বীকার করেছে। দুর্ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পলাতক ছিল।
গত ২৯ জুন সকালে ঢাকার সদর ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মর্নিংবার্ড নামে একটি লঞ্চ চাপা দিয়ে ৩২ জন যাত্রী হত্যা করে এমভি ময়ুর-২ লঞ্চ। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় লঞ্চের মালিক ও সকল কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
বিডি প্রতিদিন/হিমেল