১৫ জুলাই, ২০২০ ২১:২০

ভালুকায় কারখানায় ভয়াবহ আগুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় কারখানায় ভয়াবহ আগুন

ময়মনসিংহের ভালুকায় বাদশা টেক্সটাইল নামের একটি ফ্যাক্টরির তুলার গুদামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শত শত বেøট তুলা। এতে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ভালুকা মডেল থানায় জিডি করেছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় বাদশা টেক্সটাইল মিলে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, রাত ৯টায় আগুন লাগার পর আমরা জানতে পেরে ভালুকা, ত্রিশাল ও শ্রীপুর হতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তুলায় আগুন লাগার কারণে সারা রাত  থেমে থেমে আগুন জ্বলে। সকালের দিকে আমরা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হই। কি কারণে আগুন লাগছে তা তদন্ত স্বাপেক্ষে বলা যাবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। বুধবার সকালে বাদশা টেক্সটাইল মিলের মালিকের পক্ষে ভালুকা মডেল থানায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণের একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর