ঝড়ো হাওয়ায় বেড়িবাঁধে ধাক্কা খেয়ে স্টিলবড়ি নৌকা ডুবে নিখোঁজ হওয়া বালু শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ বালু শ্রমিক আক্কাছ মিয়া (৫০) বারহাট্টা উপজেলার বাহিরকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
রবিবার সকালে নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের সীমানায় কলমাকান্দা উপজেলায় গড়াডোবা হাওরে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়।
পরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন বড়খাপন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান।
তিনি আরও জানান, সুনামগঞ্জের ডাইয়ারকান্দা এলাকা থেকে গত শনিবার দুপুরে বালু বোঝাই করে বারহাট্টায় যাচ্ছিল নৌকাটি।
পথে কলমাকান্দার গড়াডোবা হাওরে গণেশখালী নামক স্থানে পৌছলে বেরিবাধে ধাক্কা খেয়ে ৬ জন শ্রমিকসহ বালুভর্তি স্টিলবডি নৌকাটি ডুবে যায়।
ওই সময় ভারি বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়া বইছিল। যেকারণে অন্য ৫ জন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন তলিয়ে যান।
রবিবার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাকে খবর দিলে পুলিশকে বিষয়টি অবহিত করি।
এসময় নিখোঁজ আক্কাছ মিয়ার লাশ হিসেবে সকলেই শনাক্ত করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, খবর পেয়ে আক্কাছের লাশটি উদ্ধার কর হয়।
পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম