ঝালকাঠির রাজাপুরে গোলাম ফারুক মোল্লা(৪৫)নামের এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। গোলাম ফারুক মোল্লা পুটিয়াখালি এলাকার মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে। তিনি গালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং কৃষকদল রাজাপুর উপজেলা শাখার সভাপতি পদে রয়েছেন। উপজেলার পুটিয়াখালি বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।
আটককৃত ফারুক মোল্লাসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫-৬ জনের নামে গত ১৪ জুলাই পুটিয়াখালি এলাকার সৈয়দ আলী সিকদারের মেয়ে ফাহিমা (২৪) বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
রাজাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক দিলিপ কুমার বলেন, দায়েরকৃত মামলার ২ নং আসামি গোলাম ফারুক মোল্লাকে ২৫ জুলাই দিবাগত রাতে পুটিয়াখালি এলাকার একটি ঘর থেকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার