সুন্দরবন থেকে পাচার হওয়া বিলুপ্তপ্রায় বাটারগুল প্রজাতির ৩০টি কচ্ছপসহ এক পাচারকারীকে আটক করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদরের বৈটপুর-বাদামতলা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, সুন্দরবন থেকে চুরি করে শিকার করা বিলুপ্তপ্রায় প্রজাতির বাটারগুল বাচকা কচ্ছপের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৈটপুর-বাদামতলায় অভিযান চালায়। এসময়ে বাগেরহাট শহরের কর্মকার পট্টির পার্থ সাহা নামে এক পাচারকারীকে আটক করে তিনটি ঝুঁড়িতে রাখা ৩০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত