মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের লঞ্চ ঘাট এলাকায় আজ শনিবার দুপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ওই অংশে আগে থেকেই পানি চুয়াতে থাকে। বিকেলের দিকে হঠাৎ করেই ফাটল ধরে তা বড় হতে থাকে, এক পর্যায়ে বাঁধের একাংশ ধসে পড়ে।
এতে বেশ কয়েকটি গাছপালা চলে গেছে নদী গর্ভে। আশপাশের বাড়ি ঘরের মালামাল সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দা কামাল সরদার বলেন, ভাঙনের কারণে আমরা আতঙ্কে আছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।
এদিকে ভাঙনের খবর পেয়ে স্থানীয় জন প্রতিনিধি, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন স্থল পরির্দশ করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন