৫ আগস্ট, ২০২০ ২০:৪৯

নাটোরে ইউপি চেয়ারম্যানের আত্মীয়ের বাড়িতে মিলল ১৮৪ বস্তা কাবিখার গম

নাটোর প্রতিনিধি

নাটোরে ইউপি চেয়ারম্যানের আত্মীয়ের বাড়িতে মিলল ১৮৪ বস্তা কাবিখার গম

নাটোরের ছাতনী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের আত্মীয়ের বাড়ি থেকে কাবিখা প্রকল্পের ১৮৪ বস্তা গম জব্দ করেছে পুলিশ।  

বুধবার দুপুরে মাঝদিঘা গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ির পিছনে কুরবান আলীর বাড়ি থেকে এই গম গুলো পাওয়া যায়। 

কুরবান আলী জানান, গমগুলো ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তাদের বাড়িতে রেখেছিল। এসময় তোফাজ্জল হোসেনকে পুলিশের গাড়িতে করে থানায় আনা হয়। 

অপরদিকে, কুরবান আলীর বাড়িতে পুলিশ পাহারা রাখা হয়। পরবর্তীতে পুলিশ গমগুলো জব্দ দেখিয়ে থানায় নিয়ে আসে। তবে নাটোর সদর উপজেলা সূত্রে জান যায়, কাবিখা প্রকল্পের আওতায় মাঝদিঘা গ্রামের খাল সংষ্কারের জন্য ৮.৮ মে. টন গম বরাদ্দ দেওয়া যায়। প্রকল্পের সভাপতি ইউনিয়ন পরিষদের সদস্য শাহনাজ পারভীন। কাজের মান সন্তোষজনক হওয়ায় চার কিস্তিতে শাহনাজ পারভীন ২.২ মে.টন করে মোট ৮.৮ মে.টন গম উত্তোলন করেন।

ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের পক্ষ থেকে জানানো হয়, কাজের বিনিময়ে খাদ্য পকল্পের আওতায় গম দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া লেবার পাওয়া যায় না। এ কারণে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাছের খাদ্য হিসেবে সেগুলো কিনে নেন কুরবান আলীর বাড়িতে সংরক্ষণ করেন। অপরদিকে প্রকল্পের কাজের টাকা নগদ টাকায় পরিশোধ করা হয়।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাঙ্গাঙ্গীর আলম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। তথ্য প্রমাণ যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর