চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মণিরামপুরে অন্তঃসত্ত্বা এবং গাড়াবাড়িয়া গ্রামে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলুকদিয়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম রফি (৫০) এবং গাড়াবাড়িয়া গ্রামের মৃত ঠান্ডু মন্ডলের ছেলে হাসান আলীকে (২৬) আটক করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বুধবার রাত আড়াইটার দিকে আলুকদিয়া মণিরামপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হন আটমাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ (১৯)।
অপরদিকে গাড়াবাড়িয়া গ্রামে সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিবেশীর মরদেহ দেখে ফেরার পথে বাড়ির পাশে ধর্ষণের শিকার হন ওই প্রতিবন্ধী গৃহবধূ (২০)।
ওসি আরও জানান, ধর্ষণের শিকার দুই নারীর স্বাস্থ্য পরীক্ষা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এছাড়াও আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এজে