যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া সীমান্ত থেকে তাদের ২০০ পিস ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের শিবু ঘোষের ছেলে চিত্ত ঘোষ (২২) ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে শিমুল (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। ফেন্সিডিলসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা দুই মাদক ব্যবসায়ী আটক ও ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন