১০ আগস্ট, ২০২০ ১৬:০৪

কলাবাগান থেকে উদ্ধার নবজাতকটি এখন নিবিড় পর্যবেক্ষণে

নেত্রকোনা প্রতিনিধি:

কলাবাগান থেকে উদ্ধার নবজাতকটি এখন নিবিড় পর্যবেক্ষণে

পুলিশের জুরুরি সেবায় ৯৯৯ এ কল পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ (সদ্য প্রসূত) অজ্ঞাত এক নবজাতক (মেয়ে) উদ্ধার করেছে সদর উপজেলার একটি কলাবাগান থেকে। গত সোমবারে উদ্ধার হওয়া শিশুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতালের শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। 

হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রুনা লায়লা জানান, ফুটফুটে শিশুটি যখন থেকে আমাদের কাছে এসেছে আমরা তখন থেকেই যত্ন করছি। প্রায় আড়াই কেজি ওজনের হৃষ্টপুষ্ট শিশুটি মায়ের বুকের দুধের জন্য কান্না করছে। এছাড়া শিশুটি সুস্থ রয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা পুরান বাজারের পশ্চিম পাশে রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তির কলা বাগানে শিশুটিকে সোমবার দুপুরে দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নবজাতক (সদ্য প্রসূত) উদ্ধার করে সমাজ সেবা কার্যালয়কে অবহিত করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে। 

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবাজাতকে উদ্ধার পূর্বক সমাজ সেবার মাধ্যমে শিশুটির পরিচর্যার জন্য আধুনিক সদর হাসপাতাল পাঠাই। মঙ্গলবার আমরা আদালতে আবেদন দিয়ে রেখেছি। আদালত সিদ্ধান্ত দিলে শিশুটি কোথায় কার কাছে রাখা হবে তখন ব্যবস্থা নেয়া হবে। যেহেতু সদ্য প্রসূত আগামী পাঁচ থেকে সাতদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণেই হয়তো থাকবে। 

এছাড়াও আমরা আমাদের নাম্বার দিয়ে রেখেছি কেউ নবজাতক শিশুটির পরিচয় জানতে পারলে বা ঘটনার পারিপার্শ্বিকতায় কোন তথ্য জানা থাকলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওসি। 

এ ব্যাপারে নেত্রকোনা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন জানান, প্রথমত আমরা বৈধ পিতামাতার খোঁজ করছি। দ্বিতীয়ত শিশুটিকে সুস্থ রাখতে হাসপাতালে রাখাই জরুরি। এরই মাঝে যদি অভিভাবক না পাওয়া যায় তখন পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও যদি কেউ শিশুটির দ্বায়িত্ব নিতে আগ্রহী হন তখন জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে যাচাইবাছাই পূর্বক উপযুক্ত যিনি তার কাছে তুলে দেয়া হবে। 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর