ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের আবু জাফরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগ খোলার সময় হাতে বিদ্যুৎ জড়িয়ে আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে কাতলাগাড়ী বাজারে পৌছালে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার