কিশোরগঞ্জে গাঁজার গাছসহ শুক্কুর আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার বিএন এম. শোভন খান জানান, বৌলাই ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে নিজ বাড়ির পিছন দিকে গাঁজার গাছ রোপন করেন শুক্কুর আলী। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে আজ মঙ্গলবার দুপুরে র্যাবের একটি দল অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজার গাছ রোপন এবং গাঁজা সংগ্রহ করে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার